নাটোরের গুরুদাসপুরে নদীতে মাছ শিকার করতে গিয়ে ইঞ্জিনচালিত শ্যালো মেশিনের সাথে গলার গামছা প্যাঁচ লেগে মহিরুল আকন্দ (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর এলাকার আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত জেলে ওই এলাকার মৃত পিয়ার আকন্দের ছেলে।
জানা যায়, সাহাপুর এলাকায় নদীতে শ্যালো মেশিনচালিত ইঞ্জিনের নৌকা দিয়ে মাছ শিকার করছিলেন জেলে মহিরুল আকন্দ। মাছ শিকারের একপর্যায় নৌকার ইঞ্জিনের কাছে পৌঁছালে গলার গামছা মেশিনের সাথে প্যাঁচ লেগে যায়। পরে তার নৌকাতে থাকা অন্য জেলেরা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই