নেত্রকোনায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
পরে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, পাবলিক হলের সামনে জাতীয় ও সমবায় সংগীত পরিবেশনায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পাবলিক হলে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই