ফেনীর সোনাগাজীতে অনলাইনে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা সদরের জিরো পয়েন্টে অনলাইন আবেদনকারী মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি জেড. এম কামরুল আনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিব উল্যাহর সঞ্চালনায় এতে অনলাইনে আবেদনকারী মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। আন্দোলনকারীরা এসময় ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলেন, সোনাগাজীতে ৬২৪ জন আবেদনকারী রয়েছেন। এর মধ্যে অনেক আবেদনকারী মৃত্যুবরণও করেছেন। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদেরর তালিকা দ্রুত করতে তারা সরকারের প্রতি জোরালো দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা