নোয়াখালী জেলা রেজিস্টার ও সদর সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ও তল্লাশ কারক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এ নির্বাচন।
নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিকেলে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. ফজলুল হক। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে প্রার্থীরা নির্বাচিত হবেন। ভোটার সংখ্যা ৫৪ জন।
বঙ্গবন্ধু দলিল লেখক ও তল্লাশ কারক সমিতি সাধারণ সম্পাদক প্রার্থী মো. খালেদ মোশারফ হোসেন রাজু জানান, সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন, নির্বাচিত হয়ে দলিল লেখকদের জন্য বিগত সময়ের ন্যায় কাজ করে যাবো ও তাদের সুখে দুঃখে পাশে থাকব।
বিডি প্রতিদিন/ফারজানা