সিরাজগঞ্জে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র্যাব-১২ সদস্যরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর ও শহরের কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ এদেরকে আটক করেন।
আটককৃতরা হলো- সদর উপজেলার কল্যানী উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রনি সেখ (২৩) ও রংপুরের গঙ্গাচরা থানার জয়রাম ওঝার গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে সুজন মিয়া (৩০)।
র্যাব-১২ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গত রাত সাড়ে ১০টার দিকে সদর থানার কালিয়াহরিপুর ইউপির সামাদ বিড়ি ফ্যাক্টরীর পিছনে অভিযান চালিয়ে ৯০ নব্বই পিচ ইয়াবাসহ রনিকে আটক করা হয়। এর আগে বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ফুড কর্নারের সামনে হাইওয়েতে ট্রাকে তল্লাশী চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ সুজনকে আটক করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়। দুটি ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম