৩৫০ হাত লম্বা ব্রাজিলের পতাকা বানিয়েছে যশোরের কেশবপুর ব্রাজিল ভক্ত-সমর্থকরা। শুক্রবার বিকেলে এ উপজেলার জাহানপুর গ্রামের বাজারের কাছে রাস্তায় এ পতাকা প্রদর্শন করা হয়।
স্থানীয়রা জানান, জাহানপুর গ্রামের নয়ন দাস, সনজিৎ দাস, মোহন দাস, রিপন দাস, বিজয় দাস, সনাতন দাস, কিশোরী দাসসহ স্থানীয় আরও বেশ কয়েকজন কিশোর, তরুণ, যুবকরা মিলে ব্রাজিল ফ্যান ক্লাব তৈরি করেন। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এই ফ্যান ক্লাবের ব্যানারে তারা ৩৫০ হাত লম্বা এ পতাকাটি তৈরি করেন।
ব্রাজিল ফুটবলের একনিষ্ঠ সমর্থক নয়ন দাস বলেন, ‘কাতার বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। এবারের বিশ্বকাপ ব্রাজিলের ঘরেই যাবে। আমরা ব্রাজিল ফুটবলের ভক্ত। সে কারণেই দলটির প্রতি ভালোবাসা থেকেই এ পতাকাটি আমরা তৈরি করেছি’।
ব্রাজিল ফুটবলের আরেক সমর্থক কিশোরী দাস বলেন, ‘বুঝতে শেখার পর থেকেই আমি ব্রাজিল ফুটবলের ভক্ত। দলটিকে অনুপ্রাণিত করতেই আমরা এরকম একটি উদ্যোগ নিয়েছি’।
বিডি প্রতিদিন/হিমেল