“বঙ্গবন্ধু’র দর্শন, সমবায়ের উন্নয়ণ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে ৫১তম সমবায় দিবস।
আজ শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর যৌথ আয়োজনে সমবায় প্রতিষ্ঠানগুলোতে সমবায় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। “বঙ্গবন্ধু‘র দর্শন, সমবায়ের উন্নয়ণ” এই প্রতিপাদ্য নিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা সমবায় কর্মকর্তা পংকজ কুমার চন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল