কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লায় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির নেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি। তিনি আইনে নন, বরং শেখ হাসিনার আঙুলের ইশারাতাইে জেলে আছেন। নিরপরাধ বেগম খালেদা জিয়াকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে তার বিচার জনতার আদালতে হবে।’
কুমিল্লায় ২৬ নভেম্বরের সমাবেশ সফল করতে আজ শনিবার পুনিয়াউটে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু সরকারের শুভবুদ্ধির উদয় হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘শেখ হাসিনার বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চাওয়া তার সাথে আপস করা। এ ছাড়া শেখ হাসিনার বাঁচার কোনো উপায় নেই।’
তিনি আরও বলেন, ‘দেশব্যাপী সরকারের দুর্নীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের মাঝে এখন নাভিশ্বাস। তারা এ থেকে মুক্তি চায়। তাই বিএনপির গণসমাবেশে কেবল বিএনপির কর্মীই নয়, বরং লাখো জনতার ঢল নামছে।’
তিনি কুমিল্লা সমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন।
কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন চত্বরে আয়োজিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন দলটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাইদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ