নরসিংদীর পলাশে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের কিরন মিয়ার মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুুপুরে প্রতিবেশি আরো দুই শিশুকে সাথে নিয়ে মরিয়ম বাড়ির পাশে একটি পুকুর ঘাটে খেলতে যায়। খেলার একপর্যায়ে মরিয়ম পুকুরে পড়ে যায়। পরে সাথে থাকা দুই শিশু বাড়িতে খবর দিলে স্বজনরা এসে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মরিয়মকে মৃত ঘোষণা করে।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিডি প্রতিদিন/এএম