নারায়নগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ জ্যোতি হত্যা মামলার একমাত্র আসামি ও জ্যোতির স্বামী মো. আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেলকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার গভীর রাতে ফেনীর জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার রাত ৮টায় রাসেলকে রূপগঞ্জ থানায় প্রেরণ করে র্যাব।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেল চট্রগ্রাম জেলার রাউজান থানার র্পূব গুজারা এলাকার একেএম ফরিদ আহম্মেদ চৌধুরীর ছেলে। র্যাব জানায়, আসামি মোঃ আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেলের সাথে গৃহবধু জান্নাতুল ফেরদৌস জ্যোতি (২৩) ভালোবেসে ৪/৫ মাস পূর্বে বিয়ে করে সংসার জীবন শুরু করে। তারা উপজেলার মৈকুলি এলাকায় হাবিবুর রহমানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। বেশ কিছুদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে গৃহবধুর স্বামী রাসেল তার স্ত্রী জ্যোতিকে চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এরই ধারাবাহিকতায় রাসেল গত বৃহস্পতিবার গভীর রাতে পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জ্যোতিকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।
এ ঘটনায় শুক্রবার জ্যোতির মা শারমিন আক্তার ডলি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব-১১ অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেলকে শুক্রবার গভীর রাতে ফেনীর জেলার সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে।
বিডি প্রতিদিন/এএম