দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও রবিবার শুরু হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ৬ জেলায় ১শ’ ২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৬২ হাজার ৯শ’ ৬৪ জন পরীক্ষার্থী। সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহনের জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা।
বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এবার বিভাগের ৬ জেলা ও মহানগরীর ১২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৬২ হাজার ৯শ’ ৬৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৩২ হাজার ১শ’ ৭৭ জন এবং ৩০ হাজার ৭শ’ ৮৭ জন ছাত্র। এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২ ঘন্টা এবং সংক্ষিপ্ত সিলেবাসে। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। অপরদিকে বিকেলের পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। আগামী ১৩ ডিসেম্বর এবারের এইচএসসি পরীক্ষা শেষ হবে। গত বছর বরিশাল বোর্ডে ১২১টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে সুষ্ঠু সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহনের জন্য প্রতিটি জেলায় ২টি ভিজিলেন্স টিম এবং বোর্ডের পক্ষা থেকে ১১টি পরিদর্শন টিম গঠন করা হয়েছে। এছাড়া বিএম কলেজের ৩০জন শিক্ষকের সমন্বয়ে শুধুমাত্র বরিশাল জেলা ও মহানগরীর কেন্দ্রের জন্য আরও ৫টি টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
বিডি প্রতিদিন/এএম