নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরাইকৃত জ্বালানি তেলসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাই তেল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করা হয়। শনিবার বিকালে উপজেলার কাঞ্চন সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকার নুরুল ইসলামের ছেলে মাসুম মিয়া (৩১) ও একই এলাকার আহাদ মিয়ার ছেলে শামীম (২০)।
রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল শনিবার বিকালে উপজেলার কাঞ্চন সেতু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই চোরাই তেল ডিজেলসহ মাসুম মিয়া ও শামীমকে গ্রেফতার করা হয়। এসময় চোরাই তেল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা চোরাই তেল ডিজেল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে চোরাই তেল ক্রয়-বিক্রয় করে আসছিল। চোরাই তেল সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম