জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, সামনে দিন আসছে। আর বেশিদিন কিন্তু এই সরকার নেই। সরকারের পতনের আওয়াজ কিন্তু উঠে গেছে চারিদিকে। এতো অন্যায় ও অবিচার বাংলার মাটি সহ্য করতে পারে না। এই বাংলার মাটি এমন একটি মাটি এমন এক দুর্জয় ঘাঁটি এখানে অত্যাচারী বেশি দিন টিকতে পারে না।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, সাবেক সংসদ সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমান, ক্ষেতলাল উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদুল মাসুদ আঞ্জুমান, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান সুইট, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক পদে খলিলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত