একদিন বন্ধ থাকার পর বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার পর বরিশাল নদী বন্দর থেকে তিনটি লঞ্চ এমভি সুন্দরবন-১১, এমভি পারাবত-১৮ ও এমভি প্রিন্স আওলাদ-১০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
নদী বন্দরের শ্রমিক কবির হোসেন জানান, ঢাকাগামী তিনটি লঞ্চে তেমন যাত্রী ছিল না। বেশীরভাগ যাত্রী বিএনপির সমাবেশ কেন্দ্রিক ছিল।
এদিকে বিভিন্ন দাবিতে দুইদিন বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে স্থানীয় রুটে লঞ্চ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন নৌযান শ্রমিকরা। একইসঙ্গে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে দুই দিন বন্ধ থাকার পর রবিবার সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে স্থানীয় ও দূরপাল্লার বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছেন দুটি বাস মালিক সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে এবং কাওছার হোসেন শিপন। এদিকে, রবিবার সকাল থেকে সকল ধরনের থ্রি হুইলার চলাচল শুরু হবে বলে জানিয়েছেন থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি শাহরিয়ার বাবু।
বিডিপ্রতিদিন/কবিরুল