ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিন টার দিকে ঘটনাটি ঘটে। রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর নামক স্থানে ঢাকা থেকে বরিশালগামী একটি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে গাছের সাথে ধাক্কা খায়। এসময় ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়।
তিনি আরও জানান, নিহতরা হলেন পিরোজপুরের কাউখালি থানার শিয়ালকাঠি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মেরিনা আক্তার (৩২), তার শিশু সন্তান জুনায়েদ (৩),সাভার পৌরসভার হুমায়ন কবির(৪৮), ঝালকাঠি সদরের রউফ হাওলাদার (৫০)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ