বাংলার ঐতিহ্য জুড়ে থাকা হারিয়ে যাওয়া প্রাণবন্ত হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। আয়োজকরা বলেছেন হারিয়ে যাওয়া খেলাটি ফিরিয়ে আনতেই এই আয়োজন।
শনিবার বিকালে শেরপুর পৌর শহরের মোবারকপুরে এই খেলা অনুষ্ঠিত হয়।
হা-ডু-ডু উপভোগ করতে এলাকাজুড়ে দিনভর আয়োজন ছিল চোখে পড়ার মত। খেলা দেখতে নারী ও শিশুরাও এসেছিলেন। মোবারকপুর কল্যাণ সংস্থার উপদেষ্টা মরহুম আব্দুল বারেক দুলাল স্মৃতি স্বরণে অনুষ্ঠিত হয়েছে এই হা-ডু-ডু প্রতিযোগিতা। "ছেলের বাপ বনাম মেয়ের বাপ" এই অভিনব নামে দুইটি দল এই খেলায় অংশ নেয়। এক পক্ষে ছিল ছেলের বাবারা আরেক পক্ষে ছিলেন মেয়ের বাবারা। তীব্র প্রতিদ্বন্দিতা পূর্ণ খেলায় জিতে যায় মেয়ের বাবার দল। সন্ধ্যায় জয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জয়ী দলের ১১জন খেলোয়ারকে দেওয়া হয় ১১টি ছাগল। পরাজিত ছেলের বাবাদের দলকে দেওয়া হয় ১১টি মোবাইল।
এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। খেলাটি উদ্বোধন করেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মোহাম্মদ বজলুর করিম বাপ্পি।
সংস্থার সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন