‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তেই শেখ হাসিনা হয়ে উঠেছেন বিষাদ কন্যা থেকে বিদগ্ধ রাষ্ট্রনায়ক’ ইভেন্টে লক্ষ্মীপুরে কলেজ পর্যায়ে বিতর্ক উৎসবে ২০টি কলেজের মধ্যে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে জনতা ডিগ্রী কলেজ। লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজে বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব শেষে রবিবার ফলাফল ঘোষনা করেন আয়োজকরা।
প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিনের নিজ জেলা লক্ষ্মীপুরে মাসব্যাপী এ আয়োজন করা হয়।
এছাড়া বিতর্ক উৎসবে জেলার স্কুল পর্যায়ে ৬৫টি স্কুলের মধ্যে ‘কেবল সংগ্রামী রাজনৈতিক ক্যারিয়ারের কারণেই শেখ হাসিনা হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য এক ব্যক্তিত্ব’ ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ হন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। মাদ্রাসা পর্যায়ে ‘প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞানক্ষুধা সীমিত করে তুলছে’ ইভেন্টে ৮টি প্রতিষ্ঠানের মধ্যে আইডিয়াল আলিম মাদ্রাসা চ্যাম্পিয়ন ও রানার আপ হন খিলবাইছা রাহমানিয়া ফাযিল মাদ্রাসা।
এদিকে সেরা বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে জনতা ডিগ্রী কলেজের শারমিন আক্তার রিপা, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্নেহা ফাতিমা প্রেমা, খিলবাইছা রাহমানিয়া ফাযিল মাদ্রাসার আসমা আক্তার।
বিডি প্রতিদিন/এএ