রাঙামাটি কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার ভোরে লংগদু উপজেলার কাট্টলী বিল এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, বাঘাইছড়ি উপজেলার-কেংড়াছড়ি গ্রামের বাসিন্দা মুক্ত লাল চাকমা ছেলে লিটন চাকমা (৩০) ও গ্রাম-হাজাছড়া বরকল উপজেলার শুভলং ইউনিয়নের সুরুত চাকমার মেয়ে এলিনা চাকমা মহিলা (২৮)। তারা দু’জনই বাঘাইছড়ি উপজেলার সৃজক কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাঙামাটি থেকে যাওয়ার পথে লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় কাপ্তাই হ্রদে শিক্ষার্থীদের যাত্রীবাহী স্পীডবোর্ড ও বালু ভর্তি ইঞ্জিন চালিত বোর্টের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় স্পীডবোর্ডে থাকা শিক্ষার্থীরা সবাই রাঙামটি কাপ্তাই হ্রদে তলিয়ে যায়। তাদের মধ্যে তাৎক্ষণিক ৭ জন উদ্ধার হলেও বাকি ২ জন পানিতে তলিয়ে যায়। এরপর থেকে টানা ৩৬ ঘণ্টা নিখোঁজ ছিল দু’শিক্ষার্থী লিটন চাকমা ও এলিনা চাকমা। উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাঙামাটি ফায়ার সাভিসের কর্মকর্তা মো. আবু জাফল বলেন, রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিল এলাকায় জেলেদের জালে আটকা পরে লিটন চাকমার মরদেহ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। পরে ভোর বেলা এলিনা চাকমার মরদেহ হ্রদে ভাসমাণ অবস্থায় পাওয়া যায়। তাদের পরিবার লাশ শনাক্ত করেন।
রাঙামাটি লংগদু উপজেলা থানার কর্মকর্তা মো. আরিফুল আমিন জানান, নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন