মাগুরার উন্নয়ন নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আশরাফুর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সিভিল সার্জন ডাক্তার মো. শহীদুল্লাহ দেওয়ান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা জেলার সার্বিক উন্নয়ন নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এএ