নগরীর পূবাইল থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে রবিবার বিকালে পূবাইল আর্দশ ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আজিজুর রহমান শিরিষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য লে: কর্ণেল (অব:) মো: ফারুক খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম, এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি’এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মো: আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সিটি’র (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ, মতিউর রহমান মতি ও মুক্তিযোদ্ধা আলী হোসেন মাস্টার প্রমুখ। বক্তব্য শেষে পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আজিজুর রহমান শিরিষ ও অধ্যক্ষ মো: জাহিদ আল মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
বিডি প্রতিদিন/এএম