নোয়াখালীর সুধারামের নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে পানিতে ঝুলানো বিদ্যুতের জড়িয়ে শহিদ উল্যাহ মাঝি (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সে পেশায় একজন মাটি কাটার শ্রমিক ছিল। নৌকাযোগে মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করতো।
রবিবার ক্ষেতের মধ্যে তার রেখে যাওয়া শাবলটি আনতে গেলে পানির মধ্যে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সকালে। দুপুরে তাকে স্থানীয় ভাবে দাফন করা হয়েছে। নেওয়াজ ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর সত্যতা স্বীকার করে বলেন, সে একজন মাটি কাটার শ্রমিক ছিল, ক্ষেত থেকে শাবলটি আনতে গেলে পানিতে ঝুলিয়ে থাকা তারে জড়িয়ে তার মৃত্যু হয়। ঘুর্ণিঝড়ে প্রভাবে পড়ে থাকা বিদ্যুতের তার বিভিন্ন স্থানে পড়ে ছিল।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুতের খুটির ঝুলানো তারে তার মৃত্যু হয়েছে। সে নৌকা দিয়ে মাটি কেটে মাটি আনতো। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ বিভাগের জেনারেল ম্যানেজার জাকির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে, এ জন্য তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএম