বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দিনাজপুরের খানসামায় সেতাব আলী নামের এক কাঁচামাল ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ওই পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয়রা।
রবিবার দুপুরে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউপির হাসিমপুরের মানিকগঞ্জ বাজার এলাকায় ব্যবসায়ী সেতাব আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।
খানসামা ফায়ার র্সাভিস ও সিভিল ডিফেন্স অফিসার মমতাজুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথেই ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
বিডি প্রতিদিন/এএম