ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। ফলে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির আশঙ্কায় উপজেলা কাউন্সিল স্থগিত করেছে জেলা আওয়ামী লীগ।
বুধবার দীর্ঘ ১০ বছর পর দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে, সম্মেলনকে কেন্দ্র করে বিরামপুর উপজেলা পাইলট স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু ও ঢাকা মোড়ে আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের চাতালে পৃথক দুটি মঞ্চ নির্মাণ করা হয়। বিষয়টিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয় এবং উত্তেজনা বিরাজ করে।
এ ব্যাপারে বুধবার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা জানান, কাউন্সিলকে ঘিরে দুটি মঞ্চ তৈরি হয়। এমন পরিস্থিতির কারণে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও উপজেলার নেতৃবৃন্দের সাথে কথা বলে জেলা আওয়ামী লীগ এই কাউন্সিল স্থগিত করেছে।
বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, যেহেতু এ সম্মেলনকে কেন্দ্র করে একই উপজেলাতে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে, তাই অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির আশঙ্কায় আপাতত কাউন্সিল স্থগিত করা হলো।
উল্লেখ্য, ২০১২ সালে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের মিজানুর রহমান মণ্ডলকে সভাপতি ও খায়রুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৬৭ সদস্যর কমিটি ঘোষণা করা হয়। এরই মধ্যে ১১ জন সদস্য মারা গেছেন। এর পরে স্থানীয় নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে খায়রুল আলম রাজুকে অব্যাহতি দেয়া হয়। পরে ভারপ্রাপ্ত উপজেলার সাধারণ সম্পাদক হন পারভেজ কবির। দীর্ঘ ১০ বছর পর ৯ অক্টোবর ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই