ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবুল মুনসুর (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল মুনসুর ওই গ্রামের আবুল কাশেম ফকিরের ছেলে।
জানা যায়, আবুল মুনসুর তার নিজের মাছ চাষের পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মটর ছাড়তে যান। পরে বৈদ্যুতিক মটর ছাড়ার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এরপর তার স্বজনরা তাকে পুকুরের পাড়ে মৃত অবস্থায় দেখতে পায়। পরে সংবাদ পেয়ে ফুলপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মোতালিব চৌধুরী ও কিলো অফিসার এসআই মো. জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের সুরতহাল প্রস্তুুত করেন। নিহত মুনসুরের শরীরে বৈদ্যুতিক শকের পোড়া চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানা এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/এএ