'উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ'- শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, নাজিম দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ মেলায় অংশগ্রহণকারী দর্শক ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/এ এস টি