দিনাজপুর শহরের রাজবাটি গুঞ্জাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। কোতয়ালি থানার এসআই বাদল কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান দিনাজপুরে আসছে জানতে পারি। পরে কোতয়ালি থানার পুলিশ পরির্দশক ইন্টিলিজেন্স বিশ্বনাথ দাসের নেতৃত্বে বৃহস্পতিবার পরিচালিত অভিযানে শহরের গুঞ্জাবাড়ি এলকায় ভাড়া বাসা থেকে মাদক কারবারি রিয়াজুল ও কক্সবাজার থেকে আসা ফরিদুল ও কামাল নামে ২ মাদক কারবারিকে মোট ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক ৩ মাদক কারবারির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ছিল। কোতয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, মাদকমুক্ত দিনাজপুর গড়তে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল