দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনের মাধ্যমে পঞ্চগড় জেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে নির্বাচনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচনে ৫ উপজেলা, তিনটি পৌর এবং আহ্বায়ক কমিটির ২৫৬ জন কাউন্সিলর ভোটাধিকার প্রদান করেন। সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদন্দ্বিতা করেন।
১৯৯ ভোট পেয়ে সভাপতি পদে ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং ২০৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান বাবু নির্বাচিত হন ।
এর আগে দুপুরে সদর উপজেলার সদর ইউনিয়নের হ্যালিপ্যাড এলাকায় একটি হাসকিং মিল চত্বরে আয়োজিত যুবদলের সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
জেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় যুবদলের টিম লিডার ও সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রুহুল আমীন আকিল, জেলা মহিলা দলের আহ্বায়ক আঞ্জুমানারা মুক্তি, সাবেক মহিলা এমপি ও মহিলা দলের নেত্রী রিনা পারভিন প্রমুখ। অনুষ্ঠানট সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু।
বিডিপ্রতিদিন/কবিরুল