মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। হামলাকারীদের শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষককে মারধরের প্রতিবাদে ঘটনার দিনই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে। হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি মোছা. ছানিহুর আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান. সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসসহ অনেকেই। মানববন্ধনের শত শত শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, সহকারী শিক্ষককে গত বুধবার সকালে বিদ্যালয়ের সামনে পিটিয়ে আহত করে দুই সন্ত্রাসী। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করতে না পারলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
বিডি প্রতিদিন/এএ