ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পী আক্তার সাজু নামে এক নারী স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০২০ সালের আগস্টে নবীনগর পৌর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আব্দুল সাত্তারের সাথে ইসলাম ধর্ম অনুযায়ী তার বিবাহ হয়। বিয়ের কিছুদিন তাদের সংসার ভালই চলছিল।
সংবাদ সম্মেলনে এই নারী বলেন, বিয়ের শুরু থেকেই বাবার বাড়িতে থাকতেন। সে সময় থেকেই তার স্বামী বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা দিতে না চাইলে তার ওপর অমানবিক নির্যাতন করতো। নির্যাতনের কারণে কয়েকবার তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
শিল্পী আক্তার বলেন, বিয়ের পর তার স্বামী আনুষ্ঠানিকভাবে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললেও নিয়ে যায়নি। এর কিছুদিন পর থেকে ভরপোষণ বন্ধ করে দেয়। পরে তিনি জানতে পারেন, স্বামী পূর্বে আরও তিনটি বিয়ে করেছে। এখন ভরনপোষণ না পাওয়ায় কষ্টে দিন পার করছেন।
তিনি জানান, বিচার চেয়ে স্বামীর ছোট ভাই (সম্প্রতি অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচিত সদস্য) নাসির উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের দারস্থ হলেও কোনো প্রতিকার পাননি। উল্টো স্বামী তাকে হত্যার হুমকিসহ যেকোনো সময় তালাক প্রদানের ভয় দেখাচ্ছে। এসব অভিযোগে গত ৪ নভেম্বর তিনি নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরিসহ (জিডি) আদালতে একটি মামলা করেছেন বলেও জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল