বগুড়ায় বাংলাদেশ মাঠ প্রশাসন, প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি রাজশাহী বিভাগীয় পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি রাজশাহী বিভাগীয় কমিটি এ আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার রাণীরহাট কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু জাফর আলী।
সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সেকেন্দার আলী, এ ও সিরাজুল ইসলাম মন্টু, শামীমা আক্তার, ইকবাল হোসেন, রেজাউল করিম, মিজানুর রহমান, মো. আসাদুজ্জামান, নজরুল ইসলাম, আব্দুল ওহাব, ওয়াজেদ আলী, ফজলে রাব্বি পাশাসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাঠ প্রশাসনে বিদ্যমান প্রশাসনিক কর্মকর্তা পদনাম পরিবর্তন করে সচিবালয়ের ন্যায় সহকারি কমিশনার (নন-ক্যাডার) এবং প্রস্তাবিত এ পদটিকে ৯ম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্র তৈরিকরণ, প্রাপ্য সকল প্রকার আর্থিক সুবিধাদি নিশ্চিতকরণ, সকল প্রশাসনিক কর্মকর্তার ন্যায় সংগত অধিকার যেমন-বেতন বৈষম্য দূরীকরণ, পদমর্যাদা উন্নীতকরণ, সরকার কর্তৃক প্রণীত চার্টার অব ডিউটিতে যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও আলোচনায় তারা ৪টি দাবি তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মো. সেকেন্দার আলী, গীতা থেকে পাঠ করেন গোবিন্দ মোহন সরকার। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল