ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দি জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদের মুক্তির দাবিতে বুধবার বিকেলে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সড়কে নোয়াখালী জেলা বিএনপির মহিলা দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রায় আধাঘন্টা ব্যাপী মানবন্ধন শেষে সড়কে বিক্ষোভ করে তারা।
জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহনাজ পারভিন ওরফে ভিপি শাহনাজের সভাপত্তিত্বে মানবন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক পারভিন আক্তার, কোম্পানীগঞ্জ মহিলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুন নাহার কামরু ও কোম্পানীগঞ্জ মহিলা দলের রওশন আক্তার, সৌনাইমুড়ীর মহিলা নেত্রী তাসলিমা আক্তার লিমা। বক্তাগন অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা থেকে কেন্দ্রীয় সাধার সম্পাদকের মুক্তির দাবি জানান, নচেৎ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
বিডি প্রতিদিন/এএ