লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। পৌরসভাধীন ৯নং ওয়ার্ডে লেংড়া বাজারের মাদরাসা-ই তাহফিজুল কুরআন মাদরাসার ওই শিক্ষকের নাম আব্দুর রশিদ।
বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সাইফুল ইসলাম জানান, দীর্ঘ তিন মাস ধরে শিক্ষক আব্দুর রশিদ পরপর সাতবার তার ছেলে মো. সাজ্জাদ হোসেনকে (১০) জোরপূর্বক বলৎকার করে আসছিলেন। একপর্যায়ে ছেলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বলাৎকারের ঘটনাটি তাকে খুলে বলে। অভিযুক্ত শিক্ষক আব্দুর রশিদ তার কু-কর্মের ঘটনা কারও কাছে প্রকাশ না করার হুমকিও দিয়ে ছিলেন। এ ঘটনা কোথায়ও জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেন।
ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।
অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর) শেখ সাদি ও রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মাদরাসার অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ