ময়মনসিংহের ফুলপুরে ৭০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বওলা ইউনিয়নের মহদিপুর ও সুতারপাড়ায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
এসময় তাদের নিকট থেকে ৭০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ -এর ইন্সপেক্টর চন্দন গোপাল সুর ওই অভিযানে নেতৃত্ব দেন। আটকরা হলেন- বওলা ইউনিয়নের মহদিপুর এলাকার আমজাদ আলী ফকির (৫০) ও সাইফুল ইসলাম (৩৮) আর সুতারপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও জজ মিয়া।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ'র ইন্সপেক্টর চন্দন গোপাল সুর বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ