ময়মনসিংহের ফুলপুরে ৭০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বওলা ইউনিয়নের মহদিপুর ও সুতারপাড়ায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
এসময় তাদের নিকট থেকে ৭০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ -এর ইন্সপেক্টর চন্দন গোপাল সুর ওই অভিযানে নেতৃত্ব দেন। আটকরা হলেন, বওলা ইউনিয়নের মহদিপুর এলাকার আমজাদ আলী ফকির (৫০) ও সাইফুল ইসলাম (৩৮) আর সুতারপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও জজ মিয়া।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ -এর ইন্সপেক্টর চন্দন গোপাল সুর বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন