আগামী ২০ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ২২তম কাতার বিশ্বকাপ ফুটবলের। এ বিশ্বকাপ ফুটবলের আসরের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ফুটবল প্রেমীদের উত্তেজনা।
বিশ্বের সঙ্গে এ রোমাঞ্চের জন্য অধীর আগ্রহে খেলা দেখার অপেক্ষায় আছেন নীলফামারীর সমর্থকরাও। এরই অংশ হিসেবে বাড়ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা ও জার্সি বিক্রির হিড়িক। তারা ফুটপাত, রাস্তার মোড়ে দাঁড়িয়ে কিংবা পথে পথে শুকনো লাঠিতে পতাকা বেঁধে বিক্রি করছেন। তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি থাকায় ওই দুই দেশের পতাকা বিক্রি হচ্ছে বেশি।
এছাড়াও জার্মানি, স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের সমর্থক বেড়ে যাওয়ায় এসব দেশের পতাকাও কম-বেশি বিক্রি হচ্ছে। পতাকা বিক্রি করতে আসা আব্দুর রহিম বলেন, তিনি অটোবাইক চালাতেন। এখন পেশা পরিবর্তন করে ভাল রোজগারের আশায় দেশের বিভিন্ন প্রান্তে পতাকা বিক্রি করছেন। কাঠি পতাকা ১৫টাকা, ৫ফুট দৈঘ্যের পতাকা ২০০ টাকা ও সাড়ে ৩ ফুট দৈর্ঘ্যের পতাকা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
আনোরমারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ইতিমধ্যে ফুটবল প্রেমীরা বাসা-বাড়ির ছাদ কিংবা দোকান ঘরে টানানোর জন্য পছন্দের দেশের পতাকা সংগ্রহ করছেন। আগামী কয়েক দিনের মধ্যে পুরোপুরি শুরু হবে বিশ্বকাপের আমেজ। পতাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান থেকে বাড়ির উঠোনে যুক্তিতর্কে মেতে উঠবেন ফুটবল প্রেমীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন