নানা নাটকীয়তায় শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মো. মোতাহারুল ইসলাম লিটনকে সভাপতি এবং মো. ছালাহ উদ্দিন ছালেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ১৬ নভেম্বর উপজেলার সাতানি মথুরাদি এলাকায় সম্মেলনে প্রথম অধিবেশন শেষে রাতে শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের সাথে পরামর্শক্রমে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯ পদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে দেড় ডজন প্রার্থী সক্রিয় ছিল। দ্বিতীয় অধিবেশন শেষে শ্রীবরদীতেই কমিটি ঘোষণার দাবি করা হয়। মঞ্চে কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে সন্ধ্যার দিকে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রার্থীদের নিয়ে শ্রীবরদী আওয়ামী লীগ অফিসে বসে সমঝোতার চেষ্টা করেন।এসময় অফিসের বাইরে হাজার হাজার নেতাকর্মী বিতর্কিত নেতাদের বিরুদ্ধে শ্লোগানে মুখরিত করে তুলে শ্রীবরদী শহর অঞ্চল। চরম বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশি প্রহরায় অতিথিরা শ্রীবরদী ত্যাগ করেন। সন্ধ্যার পর শেরপুর সার্কিট হাউজে প্রতিদ্বন্দ্বী নেতাদের নিয়ে তিন ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে ওই কমিটি করার সমঝোতায় পৌঁছেন। সারা দিন বিবাদমান নেতাকর্মীদের উত্তেজনাকর পরিস্তিতিতে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের দৃঢ় হস্তক্ষেপে অনাকাঙ্ক্ষিত একটি অবস্থার এড়ানো গেছে বলে জানা গেছে। আট বছর পরে চরম বিবদমান এই উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হলো।
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন।
শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘোষিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন মো. মাহবুবুর রহমান সুজা সিনিয়র সহ-সভাপতি, লাবিনা আক্তার লিমা সহ-সভাপতি, এডিএম শহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানীকে যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক, মো. মিজানুর রহমান রাজা প্রচার সম্পাদক এবং আদিবাসী নেতা প্রাঞ্জল এম সাংমা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি প্রতিনিধি/ফারজানা