গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দেশীয় জাতের পাখি অবাধে বিক্রি হচ্ছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলা সফিপুর এলাকায় বৃহস্পতিবার সকালে দেশীয় জাতের পাখি তোতা, টিয়া, ময়না পাখিসহ বিভিন্ন পাখি অবাধে বিক্রি হচ্ছে।
দেশীয় জাতির টিয়া পাখি বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা ও তোতা পাখি বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ হাজার টাকা এবং বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
আতাউর রহমান অপু জানান, এইসব দেশীয় জাতের পাখি বিক্রি করা হলে এক সময় দেশীয় জাতের শেষ হয়ে যাবে। তবে এসব পাখি ব্যবসায়ীর আইনের আওতায় আনা উচিত।
পাখি ব্যবসায়ী শাহীন আলম জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি জাতের পাখি ক্রয় করে বিভিন্ন হাটবাজারে বিক্রি করে থাকেন। এই সব পাখি বিক্রি করলে কোন সমস্যা নেই।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকাটা আশরাফুল আলম দোলন জানান, দেশীয় জাতির পাখি বিক্রি বিষয়টি জানা নেই। যে সব হাটবাজারে দেশীয় পাখি বিক্রি হচ্ছে সেইসব হাটবাজারে অভিযান চালানো হবে।
বিডি প্রতিদিন/এএম