ময়মনসিংহের হালুয়াঘাটে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার বিড়ইডাকুনী গ্রামের আব্দুর রশিদের পুত্র মামুন এবং দক্ষিণ নলকূূড়া গ্রামের অতুল রিছিলের পুত্র নিপুন পাথাং।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ নলকূড়া গ্রামের আবু রায়হান মীরের বাড়ীর উত্তর পাশের কাঁচা রাস্তার উপর থেকে হালুয়াঘাট থানার এস আই আবুল খায়ের’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে দেহ তল্লাশিপূর্বক ৯০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। প্রাথমিকভাবে জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা বলে অভিযোগপত্রে উলেখ করা হয়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। নিয়মিতভাবে ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ