ময়মনসিংহের ফুলপুরে বিএনপি নেতা-কর্মীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় চারটি গাড়ি ভাঙচুর ও পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করে বিএনপি।
মঙ্গলবার বিকালে উপজেলার ফুলপুর-হালুয়াঘাট সড়কের কুইরা ব্রীজে এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ফুলপুরে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ ছিল। সমাবেশের উদ্দেশ্যে রওনা হলে জানতে পারি হেলমেট পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে বাধা দেয়ার জন্য দাঁড়িয়ে আছে। বিষয়টি জেলার নেতাকর্মীরা জানতে পেরে আমাকে এগিয়ে আনতে যায়। এসময় কুইরা ব্রিজ এলাকায় যেতেই তারা আমাদের গাড়ি বহরে হামলা, গুলি ও ককটেল নিক্ষেপ করে চারটি ভাঙচুর করে। এ ঘটনায় আমাদের ৫ নেতাকর্মী আহত হয়। তবে হামলার পর আমরা সম্মেলন সফল করেছি।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি জানান, ঘটনার সাথে জড়িত ব্যক্তিরদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, হামলার ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
বিডি প্রতিদিন/এএ