শিরোনাম
২৮ নভেম্বর, ২০২২ ১৮:৫৭

দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.১৬ শতাংশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.১৬ শতাংশ

ফাইল ছবি

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১ লাখ ৭৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৮২ জন। পাশের হার ৮১ দশমিক ১৬ শতাংশ।

তবে দিনাজপুর শিক্ষাবোর্ডে গত বছরের চেয়ে জিপিএ-৫ এর সংখ্যা বাড়লেও পাসের হার কমেছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন। এর মধ্যে জিপি-এ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ১২ হাজার ২১৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ হাজার ৩৬৮জন।

এবারে পরীক্ষার ফলাফলে জেলা পর্যায়ে পাসের হারে দিনাজপুর এবং জিপিএ-৫ পেয়ে রংপুর জেলা শীর্ষে। দিনাজপুর শিক্ষাবোর্ডে ৮ জেলার মধ্যে জিপিএ-৫ বেশি রংপুর জেলায়। রংপুর জেলায় পাসের হার ৮১ দশমিক ৮৪। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৫৮২৭ জন।

গাইবান্ধা জেলার পাসের হার ৮২ দশমিক ৯১। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪০৪৯ জন। নীলফামারী জেলার পাসের হার ৮১ দশমিক ৯০। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৭৯৬ জন। কুড়িগ্রাম জেলার পাসের হার ৭৫ দশমিক ০২। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২২০৩ জন। লালমনিরহাট জেলার পাসের হার ৭৬ দশমিক ৩৯। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১০৯৯ জন। দিনাজপুর জেলার পাসের হার ৮৩ দশমিক ৬২। জিপিএ-৫ পেয়েছে ৫৮৭২ জন। ঠাকুরগাও জেলার পাসের হার ৭৯ দশমিক ১৩। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৫১৩ জন এবং পঞ্চগড় জেলার পাসের হার ৭৯ দশমিক ১৩। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১২২৭ জন।

সোমবার দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান ফলাফল ঘোষণা করেন। শিক্ষাবোর্ডের অধীন ২৬৯০টি স্কুলের মধ্যে শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা ৮৭টি। একজনও পাস করেনি এমন স্কুলের সংখ্যা পাঁচটি।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০।  গতবারের চেয়ে এবার ফলাফলে পাসের হার কমলেও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর