২৯ নভেম্বর, ২০২২ ১৬:৪৩

‘স্কাউটের আদর্শ মানুষকে সৎ পথে রাখে’

বাগেরহাট প্রতিনিধি

‘স্কাউটের আদর্শ মানুষকে সৎ পথে রাখে’

কাবহলিডে’র উদ্বোধনী অনুষ্ঠান

বাগেরহাটের জেলা প্রশাসক স্কাউটার মো. আজিজুর রহমান বলেছেন, ‘স্কাউটের আদর্শ যার মধ্যে রয়েছে, সে কখনো অসৎ বা দুর্নীতিবাজ হতে পারে না। অনৈতিক কাজে জড়াবে না। স্কাউটের আদর্শ মানুষকে সৎ পথে রাখে। মাদক ও দুর্নীতিমুক্ত একটি সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে সকল শিক্ষার্থীকে স্কাউটিংয়ের সাথে যুক্ত করা দরকার।’

বাগেরহাটের মোরেলগঞ্জে কাবহলিডে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আব্দুল আজিজ মোমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাবহলিডে’র কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা মেয়র এসএম মানিরুর হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান, কাউন্সিলর শংকর কুমার রায় ও শাহিন শেখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্কাউটস কমিশনার হোসনেয়ারা হাসি, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, কাব লিডার তাছিনিম আলম মানজার, কর্মসূচি ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, স্কাউট লিডার হরিচাঁদ কুন্ডু ও সারমিন আক্তার। উপজেলার ২১টি প্রাথমিক বিদ্যালয়ের কাব ইউনিট হলিডের কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর