১ ডিসেম্বর, ২০২২ ১৩:২১

ধামরাইয়ে বিএনপির ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে বিএনপির ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঢাকার ধামরাইয়ে সরকারি কাজে বাধা ও বিস্ফোরণের অভিযোগ এনে বিএনপির ৮৩জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধামরাই থানার এসআই তৈমুর ইসলাম বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করেন।

মামলায় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪৫-৫০ জনকে আসামি করা হয়েছে। 

মামলায় অন্য আসামিরা হলেন- ছয়বাড়িয়ার মারুফ সিকদার, রুমান সিকদার, ইসতিয়াক আহম্মেদ ফারুক, হাসান, আশুলিয়ার শফিকুল ইসলাম শফি, ছোট চন্দ্রাইলের ফরিদ হোসেন, আমিনুল ইসলাম সবুজ, ফরহাদ হোসেন রিমন, মিজানুর রহমান জুয়েল, আতাউর রহমান আতা, আনোয়ার হোসেন, ছোট ইকুরিয়ার মিকাইল হোসেন, শরিফবাগের ফারুক মোল্লা, মহসিন, পৌরসভার আমবাগানের ফিরোজ হোসেন বাবু, বাসনার ইসমাইল হোসেন সুমন,পাঠানটোলা বাগনগরের সোহেল, পাঠানটোলার খুররুম চৌধুরী টুটুল, আশিকুজ্জামান স্বপন, অলিউর রহমান উজ্জল, গোয়ারীপাড়ার মোবারক হোসেন, মোর্তুজ আলী, কান্দাপাড়ার শাহজাহান, লাড়–য়াকুন্ডর  আবুল বাসার, বালিথা গ্রামের সুলতান মুন্সী, সূতিপাড়ার শাহিন, মহসিন, গাঙ্গুটিয়ার সুনিল চন্দ্র সাহা, কৃষ্ণপুরা বাথুলীর মোজাম্মেল হক ও আইঙ্গনের মুনসুর।  

মামলার বিবরনে জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা-আড়ালিয়া সড়কের লাড়–য়াকুন্ড গ্রামের উত্তরপাশে  পুলিশ টহল দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ও্ই সময় বিএনপির নেতাকর্মীরা বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর