শিরোনাম
১ ডিসেম্বর, ২০২২ ২১:৫২

ডোমারে একই জমিতে সাথী ফসল চাষ

নীলফামারী প্রতিনিধি:

ডোমারে একই জমিতে সাথী ফসল চাষ

এক মৌসুমে একই জমিতে অধিক ফলন পেতে সাথী ফসল হিসেবে আলু ক্ষেতে আখ, কলা ক্ষেতে কপি-শাক প্রভৃতি চাষ করছেন কৃষকেরা। নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বসন্ততলা এলাকায় দুই বিঘা জমিতে কলা পাশাপাশি সাথী ফসল হিসেবে বাঁধা কপি চাষ করছে কৃষক আমিন আলী। প্রাকৃতিক কোন কারণে ক্ষেত নষ্ট না হলে প্রতি বিঘায় লক্ষাধিক টাকার কলা বিক্রি করা যাবে বলে আশা করছেন তিনি।

এরই মধ্যে কপি বিক্রি করার উপযোগী হয়ে উঠেছে। বর্তমান বাজারে সবজির দাম ভালো হওয়ায়। প্রায় ৫০ হাজার টাকার কপি বিক্রি হতে পারে। কপি বিক্রি শেষ হলে ওই ক্ষেতেই শাক জাতীয় ফসল চাষ করা হবে। একই এলাকার জয়নাল আবেদিন বলেন,চুক্তিভিত্তিক নেওয়া জমিতে কম সময়ে, একই জমিতে এক মৌসুমে অধিক ফলন পেতে একাধিক ফসল চাষ করছি। আলুর ক্ষেতে আখঁ চাষ করছি। আলু ঘরে তোলার পর আখ ক্ষেত পরিচর্যা করা হবে। এতে দু’টো ফসলেই সঠিক সময়ে পাওয়া যাবে।

ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরহাদুল হক বলেন, সাথী ফসল চাষ করে কৃষকেরা স্বল্প জমিতে অধিক আয় করতে পারবে। আমরা তাদেরকে সাথী ফসল চাষ করতে উৎসাহ প্রদান করছি। যথা সময়ে সার ও বালাইনাশক প্রয়োগে পরামর্শ দিচ্ছি।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর