দিনাজপুর শহরের প্লানেট-বি রেস্টুরেন্ট এ ঔষধি গুণাগুন নিয়ে সায়েন্টেফিক সেমিনার অুনষ্ঠিত হয়েছে। সেমিনারে রোগ প্রতিরোধে সজনে ও মাশরুমের প্রয়োজনীয়তা ও চিকিৎসা বিজ্ঞানে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ একাডেমী অব ট্রেডিশনাল মেডিসিন কর্তৃক আয়োজিত এ সেমিনারে রংপুর বিভাগের আওতায় কর্মরত বি.ইউ.এম.এস, বি.এ, এম.এস এবং বি.এইস.এম.এস. ডাক্তারগণ এতে অংশ নেয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঠাঁকুরগাও জেনারেল হাসপাতালের আয়ুর্বেদীক মেডিকেল অফিসার ও বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উত্তরাচল এর স্বাস্থ্যবার্তার নিয়মিত আলোচক ডাঃ জি.পি সাহা।
দিনাজপুর জেনারেল হাসপাতালের ইউনানী মেডিকেল অফিসার ডাঃ শাহীন আলম রাজ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিট্রোন মাহিগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি আয়ুর্বেদীক ফিজিশিয়ান ডাঃ তাজুল ইসলাম প্রধান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ