৩ ডিসেম্বর, ২০২২ ১৮:২৮

প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ নিয়ে বরগুনায় মহিলা সমাবেশ

বরগুনা প্রতিনিধি

প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ নিয়ে বরগুনায় মহিলা সমাবেশ

প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ নিয়ে কেওড়াবুনিয়ায় করা হয়েছে মহিলা সমাবেশ। শনিবার সকাল ১০টায় কেওড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দশটি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং নিয়ে প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস এ সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ। প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর-বরগুনার উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী। বিশেষ অতিথি ছিলেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল ও কেওড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। আলোচনা করেন কেওড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হানিফ মাতুব্বর।

সমাবেশে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ণ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা নিয়ে আলোচনা হয়।

বিডি প্রতিদিন/হিমেল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর