নারায়ণগঞ্জের বন্দরে পরীক্ষা দিতে যাওয়ার সময় রেজা (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে বন্দর বিএম স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। রেজা বন্দর বাজার এলাকার হারুন মিয়ার ছেলে এবং বন্দর বিএম ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ছাত্র। এই ঘটনায় তার স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী জানান, বিএম স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষা চলছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে পরীক্ষা দেওয়ার জন্য রেজা স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পৌনে ১০ টার দিকে স্কুলের অদূরে থাকা স্প্রিড বেকার উপর দিয়ে হেঁটে আসার সময় অসাবধানতা বসত পা পিছলে ঘটনাস্থলে পড়ে যায়। মাথায় আঘাত পেয়ে রেজার মৃত্যু হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল