দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। চার ঘণ্টা পর কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় উভয় পার থেকে ছেড়ে আসা ৫টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় থাকে। তাদের সিরিয়ালে পার করা হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ