ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রাত বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে কুয়াশা।
এদিকে, কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকা পরে। এতে যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন।
তবে বুধবার সকাল পৌনে আটটার দিকে কুয়াশার তীব্রতা কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে এই নৌরুটে আজ ভোর চারটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকা পরে। সকাল পৌনে আটটার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/বাজিত