ফরিদপুরের চরভদ্রাসনে চর এলাকায় উচ্চমূল্যের তিনটি ফসলের উদ্যোক্তা উন্নয়ন ও মূল্য শৃঙ্খল শীর্ষক এক প্রকল্পের আওতায় ৪০ জন কৃষকের মাঝে বীজ, সার ও কীটনাশক সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ইউএসডিএ এর অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আবু সেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক বদিউজ্জামান ও সহকারী গবেষক সহযোগী অধ্যাপক অনুপ কুমার মন্ডল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বদিউজ্জামান বলেন, চর এলাকায় কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষকদের কাছে বাদাম, ভুট্টা ও সরিষা উৎপাদন জনপ্রিয় করে তুলতে বাজার ব্যবস্থার ত্রুটি চিহ্নিত করে সমাধানের নিমিত্তে উদ্যেক্তাদের উৎসাহিত করার উদ্যেশে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা