পিরোজপুরের কাউখালীতে সড়কের পাশ থেকে মো. আলিম হোসেন হাওলাদার (৫৮) নামের এক রিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই রিক্সা চালন উপজেলার সদর ইউনিয়নের আইরন গ্রামের মৃত শেরজান আলী হাওলাদারের ছেলে। বুধবার সকাল ১০টার দিকে তাকে সড়কের পাশ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতের ভাই আল আমীন হাওলাদার জানান, সকাল ১০টার দিকে উপজেলার নৈকাঠী সড়কের বিড়ালঝুড়ি কালভার্টের পাশে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। সেখানে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তিনি আরো জানান, সকালে তার ভাই রিক্সা চালাতে বাড়ি থেকে বের হন। তাকে সেখানে আহত অবস্থায় পাওয়ার খবর মোবাইল ফোনের মাধ্যমে শুনে পরিবারের লোকজন সেখানে যান। সেখানে থাকা একটি কালভার্টের পাশেই তার চালানো বৈদু্যতিক চার্জের রিক্সাটি ভাঙ্গাচুড়া অবস্থায় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে কোন গাড়ির ধাক্কায় তার রিক্সাটি ভেঙ্গে গেছে ও আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইমাম উদ্দিন আহম্মেদ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন হাওলাদার জানান, খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। গাড়ি চাপায় বা রিক্সাটি গাছের সাথে ধাক্কায় তার মৃত্যু হতে পারে। বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএ